মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২২, ১৭:৪৬

হিউম্যানিটিস অর্গানাইজেশনের উদ্যোগে  সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ইফতার

মুহাম্মদ আরিফ বিল্লাহ
হিউম্যানিটিস অর্গানাইজেশনের উদ্যোগে  সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ইফতার

মতলব দক্ষিণে হিউম্যানিটিস অর্গানাইজেশনের উদ্যোগে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে  সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ইফতারের আয়োজন করা হয়েছে। ২৫ এপ্রিল ব্যতিক্রমী এই আয়োজন করা হয়।

যদিও শিশুরা রোজা পালন করে না। কিন্তু ইফতারের পূর্বে সুবিধাবঞ্চিত শিশুরা মুখরোচক ইফতারের স্বাদ নেয়ার দিকবিদিক ছুটোছুটি করে। অনেকে তাদের কাছে টেনে খাবার দেয়। আবার কেউ দেয় না। এ ধরনের শিশুদের কথা ভেবে স্বেচ্ছাসেবী সংগঠন হিউম্যানিটিস অর্গানাইজেশন সচেতনতা বৃদ্ধি এবং শিশুদের মাঝে রোজার আবহ তৈরি করতে ইফতারের আয়োজন করা হয়েছে বলে জানান সংগঠনের সভাপতি মো. ফরহাদ আহমেদ আলী। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক মো. মিরাজ প্রধান, গোবিন্দপুর মসজিদের ইমামসহ সংগঠনের সদস্য বৃন্দ। পরে সবাইকে নিয়ে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়